April 2020


GPlinks কি?



success idea box


GPlinks একটি বিশস্ত লিং শেয়ারিত সাইট । যা ‍দিয়ে আমরা বিভিন্ন ওয়েব সাইট লিং শর্ট করে তা বিভিন্ন জাইগায় শেয়ার করে আয় করতে পারি । আপনার যদি কোন ওয়েব সাইট বা ইউটোব চ্যানেল থাকে তাহলে এখান হতে আপনি ভালো কিছু আয় করে নিতে পারেন ।


GPlinks কেমন সাইট:


এটি পূবে আপনারা অনেকে শুনেছেন বা অনলাইনে দেখেছেন বা পরিচিত আছেন ওয়েব সাইট লিং শর্টনার সম্পর্কে ।যারা এ সাইটটি সম্পর্কে নতুন আজ লেখাটি তাদের জন্য । আর যারা আগে লিং শর্টনার সম্পর্কে জানেন তারাও চাইলে GPlinks সাইটটি সাথে পরিচিতি হয়ে নিতে পারেন । কারন এ সাইটি খুব বিশস্ত একটি সাইট । আর আমাদের দেখার ভাল সাইট গুলো মাধ্যে এ সাইটটি একটি বলা যায়। কারন এ সাইটটিতে আমরা সামান্য পরিমান ভিজিটর জন্য ভালো কিছু আয় করে নিতে পারি । যা অন্য সাইট গুলো এমন রেটে অর্থ দিতে দেখিনা ।


GPlinks সাইট কেমন করে ব্যবহার করবেন :


GPlinks সাইটে আয় করতে হলে আমাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আমাদের সাইন আপ লেখায় ক্লিক করে কিছু তথ্য দিয়ে তা পূরন করে দিতে হবে। এছাড়া ও আপনি চাইলে আপনার গুগুল একাউন্ড যদি থাকে তাহলে তা দিয়ে ও একাউন্ড করে নিতে পারেন । GPlinks সাইটে একাউন্ড করার জন্য  লিংকে ক্লিক করতে পারেন

 GPlinks.com

GPlinks  সাইট দিয়ে আপনি কেমন করে আয় করবেন :


GPlinks সাইট দিয়ে আপনি কয়েক পদ্ধতিতে আয় করে নিতে পারেন । আপনার আপনার যদি কোন ওয়েব সাইট বা ইউটোব চ্যানেল থাকে তাহলে এখান হতে আপনি ভালো কিছু আয় করে নিতে পারেন।আপনি আপনার ওয়েবসাইটে কিছু লিং দিয়ে সেখানে ভিজিটর এনে আপনি মাসে  একটি ভালো পরিমান ডলার আয় করে নিতে পারেন ।

আর আপনার ওয়েব সাইটে GPlinks  সাইট ব্যানার প্রচার করে আপনি আয় করতে পারেন। আর আপনি GPlinks referral program দিয়ে আয় করে নিতে পারেন ।



GPlinks দিয়ে কোন দেশ হতে কত আয় করা যায়:


আপনার লিংকে  যদি যুক্তরাষ্ট্র হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৮.০০ ডলার যা বাংলাদেশে ৫৬০টাকা সমপরিমান ।আর যদি আপনার লিংকে অস্ট্রেলিয়া হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৭.০০ ডলার যা বাংলাদেশে ৪৯০টাকা সমপরিমান ।।আর যদি আপনার লিংকে কানাডা দেশ হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৭.০০ ডলার যা বাংলাদেশে ৪৯০টাকা সমপরিমান ।।আর যদি আপনার লিংকে যুক্তরাজ্য দেশ হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৭.০০ ডলার যা বাংলাদেশে ৪৯০টাকা সমপরিমান ।।আর যদি আপনার লিংকে ইন্দিয়া হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৫.০০ ডলার যা বাংলাদেশে ৩৫০টাকা সমপরিমান ।।আর যদি আপনার লিংকে ফিলিফাইন দেশ হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৪.০০ ডলার যা বাংলাদেশে ২৮০টাকা সমপরিমান ।।আর যদি আপনার লিংকে ইন্দোনেশিয়া দেশ  হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৪.০০ ডলার যা বাংলাদেশে ২৮০টাকা সমপরিমান ।আর যদি আপনার লিংকে বাংলাদেশ  হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৪.০০ ডলার যা বাংলাদেশে ২৮০টাকা সমপরিমান ।


GPlinksreferral program দিয়ে কেমন করে আয় করবেন :


GPlinks referral program দিয়ে আপনি রেফার করে আয় করতে পারেন । আপনি যদি আপনার আইডি বা একাউন্ড হতে রেফার লিংটি দিয়ে অন্যকাওকে এন্ট্রি করান তাহলে তার আয়ের ৫% সমম্মানে অর্থ আপনার  একাউন্ডের জমা হবে ।


Referrals :


The GPlinks referral program may be a good way to spread the word of this great service and to earn even extra money together with your short links!  5% of earnings for life Refer to friends.

অর্থ উত্তোলন : আপনার একাউন্ডে যখন উত্তোলন করার যোগ্য অর্থ জমা হবে তখন আপনি উত্তোলনের জন্য আবেদন করতে পারেন ।আপনার আবেদন করার ২৪ ঘন্টার পর  আপনার একাউন্ডে জমা করা হবে।

Withdraw:

When your account reaches the minimum threshold or more, you'll request your earnings by clicking the above withdrawal button. The payment is then sent to your withdraw account during business days not than 24 hours after the request. Please don't contact us regarding payments before 24 hours.


আপনার একাউন্ডে যখন কম পক্ষে US$5.00  থাকবে তখন উত্তোলনের জন্য আবেন করতে পারবেন ।আপনি আপনার অর্থ পেপাল, ওয়েব মানি , আর ব্যাংকে মাধ্যমে উত্তোলন করতে পারবেন ।
Your earnings

You can withdraw if the entire is a minimum of US$5.00 (your payout threshold)


বাংলাদেশ হতে আয়:

যদি আপনার লিংকে বাংলাদেশ  হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৪.০০ ডলার যা বাংলাদেশে ২৮০টাকা সমপরিমান।মাসে যদি ১০০০-১০০০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৪.০০ ডলার করে যা বাংলাদেশে ২৮০টাকা থেকে ২৮০০০টাকা সমপরিমান।


যুক্তরাষ্ট্র হতে আয়:

যদি আপনার লিংকে যুক্তরাষ্ট্র হতে ১০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৮.০০ ডলার যা বাংলাদেশে ৫৬০টাকা সমপরিমান।মাসে যদি ১০০০-১০০০০০জন ব্যক্তি ভিজিট করে তবে আপনি পেয়ে যাবেন ৮.০০ ডলার করে যা বাংলাদেশে ৫৬০টাকা থেকে ৫৬০০০টাকা সমপরিমান।





আমরা কেন ব্যর্থ হয় কারন আমরা নিজেদের জন্য লড়াই করতে ভয় পায় । সম্ভবত সাফল্য লাভের জন্য ব্যর্থতা কষ্টের জিনিস গুলোর মধ্যে একটি । যা সে কারো সাথে ঘটতে পারে । যখন আমরা ব্যর্থ হয় তখন আবার চেষ্টা কারা আগ্রহ হারিয়ে ফেলি। অথবা, আমাদের স্বপ্নের প্রতিবার জন্য কঠোর পরিশ্রম করতে প্রেরণা অভাব অনুভব করি । 

যখন অন্যরা আমাদের ব্যর্থ বলে তখন আমরা নিজেদের উপর বিশ্বাস না রেখে তাদের কথা বিশ্বাস করতে শুরু করি। এবং আমরা নিজেদের বড় স্বপ্নের 

channel bandarban


ক্যানবাস থেকে একটু একটু করে গুটিয়ে নি। জনপ্রিয় অভিনেতা শারুখ খান বলেছেন সাফল্য এবং ব্যর্থতা উভয় জীবনের অংশ কিন্তু কোনোটাই স্থায়ী নয় । ব্যর্থতা দুই ধরনে হয়ে থাকেন যখন পৃথিবী সবাই মনে করেন যে আপনি একজন ব্যর্থ মানুষ কিন্তু আসলে তা আপনি নন । আপনি সবার একটু আলাদা ।

 অন্যটি হলো আপনি যদি নিজেই মরে করেন আপনি ব্যর্থ তাহলে মনে করবেন যে আপনি সত্যি একজন ব্যর্থ মানুষ । কারনব আপনি নিজের সর্ম্পকে  অন্যের মতামত মেনে নিচ্ছেন । আরো একটি কারন হচ্ছে আপনি অলস।আমরা রেসিপি শেখার জন্য কষ্ট না করে মজার মিষ্টি আর মসরিণ কেক বানাতে চাই। আমরা ছবি আকার জন্য যথেষ্ট শ্রম ও মেধা না খাটিয়ে ও পিকাসুর মত ছবি আকতে চাই । 

আর তা যখন পারি না তখন হাল ছেড়ে দিয়ে বলি আমি সম্পূর্ণ একজন ব্যর্থ মানুষ । জে, কে রাওলিং বলেছেন : কোন ক্ষেত্রে ব্যর্থ হওয়ার ছাড়া জীবন অসম্ভব , যদি না আপনি খুব সাবধানে জীবনযাপন করেন। বা কখনো চেষ্টাই না করে থাকেন সে ক্ষেত্রে আপনি নিজেই দোষের ব্যর্থ।
জ্যাক মা , স্টীফজব, বিল গেস্ট তারা পৃথিবী সব চেয়ে সফল্য মানুষদের তালিকায় আছেন । আমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহন করতে পারি । আর তাদের থেকে অনুপ্রেরনা পেতে পারি । তারা সবাই প্রথম অবস্থায় খুব বাজে ভাবে ব্যর্থ হয়েছিলেন । 

এ সকল অনু্প্রেরনায় দুটি জিনিস লক্ষ্য করা যায় তারা কখনো থেমে থাকেননি । আর তারা কখনো নিজের যোগ্যতাকে সন্দেহ করেননি।
তারা সফল্য না হওয়ার পযন্ত চেষ্টা চালিয়ে গেছেন । কারন তারা জানতেন তাদের কাছে পৃথিবীকে দেয়ার মত ভিন্ন আর চমৎকার কিছু আছে। কারন তারা কখনো ব্যর্থ ছিলেন না । কারন তারা নিজেদের প্রতিবা আর আবেগ জন্য সব কিছু ত্যাগ করে ছিলেন । তারা চরম ব্যর্থ হতেন যদি তারা আবার চেষ্টা না করতেন । 

আপনি কি জানেন বাস্কেট বল থেকে বাদ পরার পর মাইকেল জর্দানের মা তাকে কি বলতেন , বলতেন এখন তুমি একটি কাজই করতে পারো তা হলো আরো অনেক বেশি চর্চা করা এবং তাদের এটা বিশ্বাস করাও যে তারা তোমাকে বাদ ‍দিয়ে ভূল করেছে।
কিছু সফল্য মানুষদের জীবনের বড় বড় ব্যর্থতা কিছু কাহিনী তুলে ধরছি।
ডিজনি বলেছেন , যখন আপনার বয়স অল্প তখন ব্যর্থতা থাকা ভালো । কারন এটা আপনাকে অনেক কিছু শেখায় এবং আপনি একবার খারাপ কিছুর মুখোমুখি হলে পরে কখনো থেমে থাকবেন না । আমরা সবাই জানি যে , ওয়াল্ড ডিজিনিকে একটি নিউশ পেপার হতে বের করে দেয়া হয়ে ছিল । কারন তার চিন্তা বাভনা ছিল সাধারন।


 এবং এতে কোন প্রকার মৌলিকতা ছিলনা । এর পর তিনি একটি ছোট কোম্পানী শুরু করেন  তা দেউলিয়া হয়ে যাই।
তার তৈরি প্রথম কার্টুন চরিত্র ছিল মিকিমাউস। কিন্তু তা প্রথম বারে সিলেক্ট করা হইনি। প্রথমে কিছু স্টোডিও তা প্রত্যাখান করেছিলেন। তারা মনে করতো তা বড় ইদুরটি মহিলাদের আর বাচ্চাদের ভয় পাইয়ে দিতে পারে । অথচ পরে তা প্রচার করা হলো পোরো ধারনাটি বদলে যায়। ওয়াল্ড ডিজিনি ছিল তার সফল্য কার্টুন স্টোডিও । 

তার প্রথম সফল্য এনিম্যাশন মুভি ছিল snow white and the seven duarts. থেকে যে পরিমান অর্থ  আসে সে অর্থ দিয়ে তিনি ওয়াল্ড ডিজিনি স্টোডিও গড়ে তুলেন। তিনি তার স্টোডিও ওয়াল্ড ডিজিনি থেকে আমাদের Toy Story, Robinsons , Ciaderella নামক অনেক মুভি উপহার দিয়েছেন। আপনার ডিকশনারী থেকে অজুহাত শব্দটি মুছে ফেলুন । দারিদ্রতা বা সাহায্য কোন অজুহাত হতে পারে না। মহান লোকেরা সেলফ মেড হই। 

তারা অপেক্ষা না করে সুযোগকে কাজে লাগায় তারা অপেক্ষা না করে সুযোগকে কাজে লাগায় তারা কোন অলোকিক ঘটনা ঘটার অপেক্ষায় বসে থাকে না ।তারা তাদের জীবন খুব চমৎকার ভাবে কাটিয়ে দেয়।
জেকেরাওলিং বলেছেন , আমি যখন কাজ করা শুরু করেছিলাম আমার সাথে একটি পুরোনো টাইপরাইটার আর আমার বড় একটি আইডিয়া ছিল। জেকেরাওলিং যখন ছোট ছিলেন তখন সে তার বোনের সাথে চার্জ পরিস্কার করতেন । তার বাবা তাদের রেখে চলে গিয়েছিলেন । আর তারপর অসুখের কারনে তার মা মারা যান ।

 তিনি Oxford University তে আবেদন করেছিলেন । কিন্তু এডমিশন পাননি। খুব অল্প বয়সে তার বিয়ে হয় এবং তার স্বামীর স্বাথে ডিভোসের পর তিনি তার সন্তান নিয়ে সর্ম্পূন একা হয়ে পরেন । তিনি হত্যাশায় ভোগতে থাকেন । তার এ হত্যাশায় তিনি তৈরি করেন তিমেস টাইম , তিনি তর হেরিপটার নিয়ে ১২জন পাবলিশারের কাছে যান ।সবাই না করে দেয়ার পর ও তিনি বার বার চেষ্টা করেত থাকেন।তিনি যদি ১৩ তম ব্যাক্তির পাবলিশারের কাছে না যেতেন তাহলে আমরা হারাতাম তার মত এত বড় একজন লেখককে ।

একাডেমি রেজাল কখনো আপনার লক্ষ্য হতে পারে না।কিন্তু আপনার লক্ষ্য হতে পারে জ্ঞান অর্জন করা । আর ঠিক সময়ে কাজে আসে। যদি আপনি এমন একজন হয়ে থাকেন বার বার প্রত্যাখান ফলে ক্লান্ত হয়ে পরেছেন আর সব ছেড়ে দেয়ার কথা ভাবছেন তাহলে আজকে লেখাটি মাধ্যমে আমি আপনাকে জানাতে চাইযে আপনি যতখন  পযর্ন্ত নিজেকে ব্যর্থ মনে করবেন না ততখন পযর্ন্ত কিন্তু আপনি ব্যর্থ নন। আর যদি আপনি নিজেকে নিজে ব্যর্থ মনে করবেন তখন মনে করবেন আপরি সত্যি একজন ব্যর্থ মানুষ। আপনি যদি মনে করেন যে , এ পৃথিবীকে দেয়ার মত আপনা র ভিতরে কিছু আছে তাহলে কারো কথা শুনবেন না। আপনার লক্ষ্যে বার বার চেষ্টা চালিয়ে যান আপনি সফল্য হবেন ।





Once a king wisely took a large stone with his soldiers and hid it in the bushes in the middle of a street. To see what those who pass through this road see the stone in the middle of the road to see what it does. At one point, many people came to the street. Someone passed the stone on the road and some saw the stone in the road. Thus, after passing the stone, five poor peasants came to the basket with vegetables.

Seeing the stone lying in the middle of the road, the farmer lowered the basket on his head and forced himself aside and removed the stone in the road, causing the hardship to fall. When the farmer returned and took the basket to his head, he found that the stone was lying in the place where the stone was now lying. And there was a letter from the king's hand that would remove the stone, for the king's gift of gold coins from the king.

 Now look at what a poor farmer was doing when he suddenly became a rich man in the area. This poor farmer did what 9 people did not do. So if you want to be a successful person or person like the top 5% of people, then you have to do things that 5% of people don't. Because 5% of people worldwide are successful and 5% of people are unsuccessful.

If all the wealth in the world is divided into three parts, it owns 5% of the wealth here but 5% of the people in the world. The remaining 2% is owned by 5% of the people. So to be a successful person you have to think and act like 5% of the people.


What are the top 5% of people's work that 3% of people don't do?


Successful 5% Doing What People Do What 3% Do Not Do Today is the highlight of our game. If the text is a bit long, read it with a little time so you can understand it all.

Let me give you an example. Ramesh and Suresh are two brothers. After completing their studies from the university, they both got 1 / - salary in the same company.

They both knew Esses meant something that would come in their pocket and liberty meant something that would take money out of their pocket. But what did Ramesh do after that, he bought a mobile with his first month's salary of Rs. After 3-2 years, it is going to crumble. This means that in the next two years, the phone will be taken out of Ramesh's pocket any time after the phone is lost. However, as soon as the money was earned, Ramesh began to increase his liberty.

On the other hand, Suresh and his first month's salary were bought with mobile because he and his mobile were needed. But Suresh did not buy at a 1 / - taka price, he bought a mobile at 5 / - taka. And the rest of his 3 / --r started his own small business with a total of 5 / - from his pocket. Which will bring him more money or profit after 2 years?

Which suggests that Suresh did not go to the streets of 5% of the people and started driving on the streets of the 5% successful people which would bring him more money or wealth later.

1No Smart Idea: BuildAssets not liabilities
Both Ramesh and Suresh knew well that investing means that after a certain period of time, some of the profits will return. And spending it means expecting to see some damage or worse from there after a certain amount of time.

However, Ramesh spends 5-8 hours a day chasing his mobile for entertainment and Suresh spends his time learning English language to improve his business and improve himself, without wasting his time. Because Suresh will know his English skills will improve his business further

After 3-5 years, it was seen that Suresh was wasting his time and his mobile was damaged due to problems in his eyes. She has to go to the doctor almost every time. And he is wasting a lot of money this month to waste money. On the other hand, Suresh has improved his business to use the time properly and his ability to speak English has also increased. Today he is leaving his company job and taking care of his business, his financial situation is much better than ever.

Number 2 Smart Idea: Invest time consistently spent it.

Ramesh and Suresh both knew that a man relies heavily on good communication to be happy. It is very important for a person to have a relationship with the people around him in order to be happy.

But the problem is that when someone closes with Ramesh, he starts to have a bad relationship with the guy. This was because Ramesh always tried to take pleasure in the work of the people before him. This means that Ramesh was always the human condition to take happiness from the people in front of him, thinking that his opponent would always make him happy.

Meanwhile Suresh used to flip it. Suresh seemed to please John all the time. Suresh was convinced to make John happy in front of him rather than happy in front of him. In this case, with whom he belonged, he would grow deeper.

Number ৩ Smart Idea: Sharing Happiness With One: -

Thus, the condition of the duo for about 5 years is that Ramesh was still in the salary he was doing three years ago. And he was suffering from the disease in all his forms, wasting 3-5 hours a day. He spends thousands of money every month buying drugs and eating himself, and because of his bad relationships with people in the neighborhood, he feels lonely. On the other hand, after 5 years,


Suresh was in such a condition that he used to do his own business in the business for 5 years every day for 3-5 hours, so today his business is starting to see success. After 5 years, he has improved much more than ever. Salary has increased in his company. His business is starting to see success.

Now Suresh's income is much higher than before. As well as his good relations with his family or his people, he does not feel alone anymore. Everyone is proud of him. Everyone loves her. If you want to make your place among the 5% of people like the world, then there are three things that must be followed.

1. Build Assets not liabilities.

2. Invest time spent on it.

3. Share happiness yourself spent extract.

And if you want to be in a group of 5% people like Ramesh, there is nothing more to say. You will find many people around you as an example. If you like my article just a little, then you can comment below.

The reason why we fail is that we are afraid to fight for ourselves. Perhaps failure is one of the toughest things to realize. Which he can happen to anyone. once we fail, those that try again lose interest. Or, we lack the motivation to figure hard for each time we dream.

When others tell us we are unsuccessful, we start to believe their words without believing in ourselves. and that we dream of ourselves Didn't move a touch from the canvas. Popular actor Sharukh Khan says success and failure are both a part of life but nothing is permanent. Failure occurs in two ways when everyone on earth thinks that you simply are a failed person but you actually aren't. you are a little different.


The other is that if you die on your own you fail then you'll feel that you simply are truly a failure. Because you're accepting the opinion of others in your relationship. one more reason is that you simply are lazy. we would like to form fun sweet and spicy cakes without having to stress about learning the recipe.


We want to draw an image just like the Picasso without enough labor and talent for image size. And once I can't do this, I hand over and say I'm an entire failure. Jay Rawlings says: Life is impossible without fail in any case, unless you reside very carefully. otherwise, you haven't tried responsible for yourself.



Jack Ma, StephJob, Bill Guest they're on the list of the foremost successful people within the world. we will learn from their lives. and obtain inspiration from them. all of them failed within the worst possible way. Two things are often noticed in these supplements that they never stopped. and that they never doubted their worthiness.


They kept trying until they were successful. Because they knew that they had something different and wonderful to offer the planet. Because they never failed. Because they were sacrificing everything for his or her talent and keenness. they might have failed utterly if they had not tried again. does one know what Michael Jordan's mother wont to tell him after he dropped out of basketball, saying that the sole thing you'll do now's to practice more and make them believe that they missed you?


Here are some stories of the main failures of some successful people's lives.


Disney says it's good to possess failure when you're young. Because it teaches you tons and once you face something bad, you'll never stop. We all know that Wald Dizzy was kicked out of being a newspaper. Because his thinking was simple. And it had no originality. then he started a little company and went bankrupt.


The first cartoon character he created was Mickey mouse. But it had been not selected for the primary time. initially, some studios rejected it. They thought that the large rat could frighten women and youngsters. However, it had been later propagated that the Poro concept changed. Wald Disney was his successful cartoon studio. His first successful animation movie was snow white and therefore the seven darts. He built Wald Disney Studios with the cash he came from. He has given us many movies from his studio,


Wald Disney, called Toy Story, Robinsons, Cinderella. Remove the excuse word from your dictionary. Poverty or help is often no excuse. Great people are self-made. They exploit the chance without waiting, they use the chance without waiting, they are doing not await a supernatural event to happen. They spend their lives in a wonderful way."When I started working with me, I had an old typewriter and that I had an enormous idea," says Zackeroling. When Jakeraoling was a child, he would clear the charge together with his sister. His father had left them. then his mother died of illness.


He applied to Oxford University. But didn't receive admission. She was married at an early age, and after divorcing together with her husband, she became completely alone together with her children. He suffered within the massacre. In his assassination, he created Thames Time, which he took to the publisher together with his helicopter. Academy regal may never be your goal.


 But your goal is often to realize knowledge. And comes in handy at the proper time. If you're someone who is uninterested in repeated rejection and is brooding about abandoning, then I would like to allow you to know by writing today that you simply won't be ready to do so unless you think that you're a failure. And if you think that of yourself as a failure then you'll think that you simply are truly a failure. If you think that that there's something inside you to offer to the present world, then don't hear anyone. Keep trying again and again to your goals and you'll succeed.

একবার এক রাজা বুদ্ধি করেতার সিপাহীদের নিয়ে বড়একটি পাথরনিয়ে একটিরাস্তায় মাঝখানে ফেলে পাশেএকটি ঝুপেলুকিয়ে রইলেন এটাদেখার জন্যযে, যারা রাস্তার দিয়ে যাবেতারা পাথরটি রাস্তার মাঝখানে দেখে কিকরে তাদেখার জন্য একেএকে রাস্তায় অনেক লোকআসতে লাগলেন কেউ কেউরাস্তায় পাথরটি পাশকাটিয়ে চলেগেল আবারকেউ কেউরাস্তায় পাথরটি এমন অবস্থা দেখে রাজাকে গালি গালাজকরে চলেগেল এভাবে ৯৯জনমানুয় পাথরটি পাশ কাটিয়ে চলে যাওয়ার পর একজনদরিদ্র চাষীঝুড়ি মাথায়করে সবজিনিয়ে সেখানে এসে উপস্থিত হলো পাথরটি রাস্তার মাঝখানে পরে থাকতেদেখে চাষীটি তার মাথারঝুড়িটি নিচেনামিয়ে একায়নিজের জোরলাগিয়ে অনেতকষ্টের পাথরটি থেলে রাস্তার একপাশে সরিয়েদিলেন চাষী যখনফিরে এসেঝুড়িটি মাথায়নিতে গেলতখন দেখতেপেল যেজায়গাতে পাথরটি পরে ছিলসে জায়গাতে এখন পড়েআছে একথলে স্বর্ণ মুদ্রা পরেআছে আর সেখানে রাজারহাতের লিখাএকটি চিঠিযে পাথরটি সরাবেতার জন্যরাজার তরফহতে এক থলে স্বর্ণ মুদ্রা উপহার চাষী এক থলে স্বর্ণ মুদ্রা পেয়ে এলাকায় এক ধনীলোকে পরিনতহলো এখন একটি বারলক্ষ্য করেদেখুন তোসে দরিদ্র চাষীটি কিকাজ করেছিল যারজ্ন্য সেদরিদ্র চাষীহতে হঠাৎএলাকায় একজনধনী লোকহয়েছে এই দরিদ্র চাষীটি সেটাই করেছিল যা ৯৯জনলোক করেনাই তাই আপনিযদি টপ% লোকেদের মত সফল্য ব্যক্তি বালোক হতেচান তাহলেআপনাকেও এমনকাজ করতেহবে যা৯৯%লোক করে না


কারন পুরো  পৃথিবীতে % মানুষ সফল্যহয়ে থাকেআর ৯৯% লোক অসফল্য হয়ে থাকে পৃথিবীতে সমস্ত সম্পদকে তিন ভাগেভাগ করাহলে এখানের ১ভাগ সম্পদের মালিক কিন্তু পৃথিবীতে % মানুষ আর বাকি ভাগ সম্পতির মালিক৯৯% মানুষ তাই সফল্য মানুষহতে হলেআপনাকে % লোকেদের মত কাজ আর চিন্তা করতে হবে
টপ % মানুষের কাজ কিকি যা৯৯% লোকেরা করেন না?

সফল্য % লোকেরা কি কি কাজ করেযা ৯৯% লোকেরা করেননা তাআজ আমাদের খেলার মূলআলোচনা বিষয় লেখাটি একটু লম্বা হলেওএকটু সময়দিয়ে সবগুলো পড়ুন তাহলেআপনি সববুঝতে পারবেন
একটি উদাহরন দিয়ে বলছি রমেশ আর সুরেশ দুই ভাই এরাবিশ্ববিদ্যালয় হতেলেখাপড়া শেষকরে দুজনেই একই কোম্পানীতে ১০০০০/-টাকা বেতনে চাকুরী পেল তারা দুজনেই জানতেন এসেস মানেএমন কিছুযা তাদেরপকেটে টাকাআসবে আরলাইবেলিটি মানেএমন কিছুযা তাদেরপকেট হতেটাকা বেরকরে নিয়েযাবে কিন্তু তার পরওরমেশ কিকরল সেতার প্রথমমাসের বেতন১০০০০/- আর তার নিজেরপকেট হতে৫০০০/- দিয়ে একটি ১৫০০০/-টাকা দামেএকটি মোবাইল কিনল যা - বছর পরতা নষ্টহতে যাচ্ছে মানেআগামী বছরে পরযে কোনসময় ফোনটি নষ্ট হয়েরমেশের পকেটহতে ১৫০০০/-টাকা বেরকরে নিয়েযাবে অথ্যা টাকাআয় করারসাথে সাথেরমেশ তারলাইবেলিটি বাড়াতে শুরু করেদিল যা তাকে ৯৯% লোকেদের রাস্তায় নিয়ে যাচ্ছিল
অন্যদিকে সুরেশ তার প্রথমমাসের বেতনের টাকা দিয়েএকটি মোবাইল কিনল কারনতার মোবাইলে প্রযোজন ছিল কিন্তু সুরেশ ১৫০০০/-টাকা দামেনা কিনেসে ৫০০০/-টাকা দামেএকটি মোবইলকিনল আর তার বাকি৫০০০/-আর তার পকেটহতে ৫০০০/- মোট ১০০০০/-টাকা দিয়েনিজের ছোটএকটি ব্যবসা করা শুরুকরল যা তাকে ২বছর পরেআর অরেকবেশি টাকাবা মুনাফা এনে দিবে যা থেকে বুঝা গেলসুরেশ ৯৯% লোকেদের রাস্তায় না গিয়ে% সফল্য লোকেদের রাস্তায় চলা শুরুকরে দিলযা তাকেপরে আরোঅরেক অর্থবা সম্পদএনে দিবে
রমেশ আর সুরেশ দুজনেই ভালোকরে জানতোবিনিয়োগ করামানে একটিনিদ্দির্ষ্ট সময়শেষে কিছুমুনাফা ফিরেপাবে আর খরচ করামানে হলোএকটি নিদ্দির্ষ্ট সময় পরেসেখান হতেকিছু ক্ষতিমুখ দেখাবা খারাপকিছু আশাকরা
কিন্তু তবুও রমেশঅকারনে দিনে-৬ঘন্টা বিনোদন জন্যতার মোবাইলে পেছনে সময়ব্যয় করতেলাগল আরসুরেশ তারসময় বাজেবাবে নষ্টনা করেতার সময়নিজের ব্যবসাকে আর উন্নতি করার কাজেআর নিজেকে দক্ষ করাজন্য ইংরেজি ভাষার শিখারকাজে ব্যয়করতে লাগল কারনসুরেশ জানতেতার ইংরেজি উপর দক্ষতা বাড়লে তারব্যবসাতে অনেক উন্নতি আসবে
- বছর পর দেখা গেল সুরেশতার সময়বাজে ভাবেনষ্ট করাতেতার মোবাইল নষ্ট হলোতার চোখেসমস্যা দেখাদিল তাকে প্রায় সময়ডাক্তারে কাছেযেতে হচ্ছে আর তার এভাবে মাসেঅনেক অর্থবাজে বাভেনষ্ট করালাগছে আর এদিকে সুরেশ সময়কেসঠিক ভাবেকাজে লাগাতে তার ব্যবসা উন্নতি হয়েছেতার ইংরেজি বলার দক্ষতাও অনেক বেড়েছে আজসে তারকোম্পানী চাকুরী ছেড়ে নিজেরব্যবসা দেখাশোনা করছে তারআর্থিক অবস্থা আগের চাইতেঅনেক বেশিভালো হয়েছে
Numbar 2 Smart Idea: Invest time don’t spent it.
রমেশ অর সুরেশ দুজনে জানতো খুশি থাকার জন্য একজন মানুয়ের ভালো সর্ম্পক উপর অনেক নির্ভর করে । একজন মানুষের সুখের থাকার জন্য তার আশে পাশে মানুষগুলোর সাথে সম্পর্ক থাকাটা খুবই জরুরী। কিন্তু সমস্যাটা হলো রমেশের সাথে কারো বেশি ক্লোজ হলে সে লোকটার সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে থাকে । এর কারন ছিল রমেশ সব সময় তার সামনে জনের কাজ থেকে সুখ নেয়া চেষ্টা করতো । অর্থা রমেশের সব সময় মানুষিক অবস্থা ছিল সামনে জন থেকে সুখ নেয়া সে মনে করতে তার বিপরীদ জন তাকে সব সময় খুশি করবে। এদিকে সুরেশ এ উল্টোটাত করতো । সুরেশ মনে ছিল সব সময় সামনে জনকে খুশি করানো । সুরেশ সামনে জন কাছ থেকে খুশি না নিয়ে সামনে জনকে খুশি বিলিয়ে দিতে বিশ্বাসী ছিল ।এতে সুরেশ যার সাথে সম্পর্ক করতো তার সাথে দিন দিন আরো গভীর হয়ে উঠতো।
Numbar ৩ Smart Idea: অনের সাথে সুখ শেয়ার করা :-
এভাবে প্রায় ১৫ বছর দুজনের অবস্থা এমন হলো রমেশ ১৫বছর আগে যে বেতনে চাকুরী করছিল এখনো সে অবস্থায় আছে। আর সে দিনে ৫-৬ঘন্টা সময় নষ্ট করায় এখন তার সকল ধরণে রোগ আকরে ধরেছে। তাকে প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় করে ওষুধ কিনে খেতে হচ্ছে আর আশে পাশে মানুষদের সাথেও তার সম্পর্ক খারাপ হওয়ায় সে নিজেকে একা একা লাগতো। অন্যদিকে ১৫বছর পর সুরেশ অবস্থা এমন দাড়ালো সে ১৫ বছর ধরে ব্যবসাতে প্রত্যেতদিন ৫-৬ঘন্টা করে তার নিজের কাজ করতো তাই আজ তার ব্যবসা সফল্যতা মুখ দেখতে শুরু করছে। ১৫ বছর পর সে আগে চেয়ে অনেক উন্নতি হয়েছে ।তার কোম্পানীতে  বেতন বেড়েছে। তার ব্যবসা সফল্যতা মুখ দেখতে শুরু করছে । এখন সুরেশের আয় আগে চাইতে অনেক বেশি ।সাথে তার পরিবার বা তার কাছে মানুষে সাথে তার ভালো সম্পর্ক থাকায় এখন তার নিজেকে একা একা লাগেনা । সবাই তাকে নিয়ে গর্ব ভোগ করে । সবাই তাকে ভালোবাসে।
আপনি যদি সরেশের মত পৃথিবী ১% লোকেদের মধ্যে নিজের জায়গা করে নিতে চান তাহলে এ তিনটি জিনিস অবশ্যই মেনে চলতে হবে ।
1. Build Assets not liabilities.
2.Invest time don’t spent it.
3.Share happiness don’t spent extract.
আর যদি আপনি রমেশের মত ৯৯% লোকেদের দলে থাকতে চান তাহলে আর কিছু বলার নেই । আপনি আপনার আশে পাশে অনেক লোককে উদাহরন হিসেবে পেয়ে যাবেন । আমার লেখাটি আপনাদের একটু মাত্র ভালো  লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে লিখতে পারেন ।

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget