আজ কাল ব্যবসা ক্ষেত্রে অনলাইন আর ইন্টারনেট অত্যন্ত লাভজনক একটি মাধ্যম ।

অনলাইনকে সঠিক ভাবে ব্যবহার করে অনেক লাভজনক ব্যবসা করা যায়। অনলাইনে ব্যবসা করার বিভিন্ন পদ্ধতি রয়েছে ।

 আজ আমি এ লেখাতে অনলাইন ব্যবসা কিছু সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

 অনলাইনে ব্যবসা করার জন্য আপনাকে তেমন কোন মূলধন বা খরচে প্রয়োজন হয় না। 

কিন্তু আপনাকে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।

 আর আপনার যদি একটি ডেস্টপ বা ল্যাপ্টপ থাকে তাহলে আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন । 

আজ কাল অনেকে ডেস্টপ বা লেপ্টপ ছাড়াও মাল্টিমিডিয়া মোবাইল সেট বা ভালো একটি এন্ড্রোয়াইড মোবাইল সেট দিয়ে ও কাজ চালাছে। 

তবে আমি আপনাকে সাজেস্ট করবো একটি ডেস্টপ বা 

ল্যাপ্টপ নিয়ে কাজ করার জন্য কারন ল্যাপ্টপ হলে অনলাইনে অনেক ফিচার ও বেশি সুবিধা পাওয়া যায় যা কোন মোবাইলে সাপোট করে না। 

e-commerce website

 

সোশ্যাল মিডিয়া ব্যবহার : 


অনলাইনে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করা । 

সোশ্যাল মিডিয়া বলতে আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যম । 

 আজ কাল সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট গুলো মধ্যে ফেইসবুক , টুইটার , লিংগিং, 

ইউটোব মত সাইট গুলোতে পৃথিবী বিভিন্ন দেশে শত কোটি মানুষের একাউন্ড থাকে। 

এ সব সাইট গুলো ব্যবহার করে আমরা আমাদের ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি । 


 ফেইসবুক /ফেইসবুক পেজঃ


ফেইসবুক বা ফেইসবুক পেজ ব্যবহার করে আজ অনেক সহজ ভাবে পৃথিবী বিভিন্ন দেশে মানুষ তাদের ব্যবসাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। 

পৃথিবী শত কোটি মানুষের মিলন মেলা বহু ব্যবহৃত সাইট ফেইসবুকে প্রত্যেকদিন শত কোটি মানুষের আনাগোনা

 থাকে এ মানুষ গুলোকে কাজে লাগিয়ে ব্যবসা করে সফল হচ্ছে অনেক মানুষ। 

ফেইসবুকে একটি পেজ ওপেন করে সেখানে তাদের পণ্য ছবি আর দাম উল্লেখ করে প্রচার মাধ্যমে ব্যবসা করে অতি দ্রুত ক্রেতা আনা সম্ভব। 


টুইটার ডট কমঃ


 পশ্চিমা বিশ্বের মানুষ ফেইসবুক চেয়ে টুইটার বেশি ব্যবহার করে থাকেন। 

টুইটারও ফেইসবুক মত একটি সামাজিক যোগাযোগ সাইট যা পশ্চিমা দেশগুলোতে মানুষরা বেশি ব্যবহার তরে থাকেন।

এ সাইট গুলোতে প্রত্যেকদিন কোটি কোটি মানুষ ভিজিট করে থাকে যেখানে কাজ করে মানুষ তাদের ব্যবসাকে অনেক দ্রুত নিয়ে যেতে পারে। 


ইউটুব ডট কমঃ


ইউটুব একটি ভিডিও শেয়ারিং সাইট । এই সাইটে মানুষ তাদের চ্যানেল খুলে বিভিন্ন ভিডিও সাইটে দিয়ে থাকেন।

 এ সাইটে প্রত্যেক দিন কোটি কোটি ভিজিটর ভিডিও দেখে থাকেন । 

আজ কাল ভিডিও শেয়ারিং সাইট দিয়েও পণ্যে ভিডিও শেয়ার করে ব্যবসাকে দ্রুত উন্নতি করতে পারে। 

আজ কাল বাজারে জনপ্রিয় প্রতিস্থানগুলো পেপার পত্রিকার টেলিভিশন চেয়ে ইউটুব মত সাইটগুলো বেশি পণ্য বিজ্ঞাপন বা প্রচার ব্যবস্থা করে থাকে । 

কারণ টেলিভিশন বা পত্রিকার পণ্য প্রচার একটি প্রচুর ব্যয়বহুল ব্যাপার আর তেমন ও কার্যকর নয়। 

তাই তারা বড় বড় ইউটুবারদের দিয়ে তাদের পণ্যে রিভিউ করে থাকে। 

যা খরচ কম আর অধিক কার্যকরি । 


সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুবিধা :

এ যুগে ব্যবসা ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমটি অতি গুরুত্ব পূর্ণ বিষয় ।

 কারণ বিশ্বে সব দেশে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ ব্যবহার কারী মানুষের সংখ্যা বেড়েই চলছে। 

আজকাল প্রতিটি মানুষ তাদের দৈনিক সময়ে মধ্যে প্রায় অধ্যেকটা সময় সামাজিক যোগাযোগ সাইট গুলোটে ব্যয় করে থাকে।

অনেকে তার ও বেশি সময় যোগাযোগ মাধ্যম সাইটে অজথা সময় নষ্ট করে থাকে । 

যা একজন পণ্য ব্যবসায়ি জন্য একটি সম্ভাব্য বিষয়। তারা তাদের পণ্যে রিভিউ জন্য এ লোকগুলো তার্গেট করতে পারে।

 আর সেখান হতে অনেকে পন্য ক্রয় করতে পারে । যা অন্য প্রচার মধ্যম চেয়ে অনেক কম খরচে বা সস্তায় বিজ্ঞাপন হবে। 


ব্লগ সাইট ব্যবহার করে ব্যবসাঃ

আপনার ব্যবসায় জন্য আপনাকে একটি ওয়েবসাইট থাকাটা আবশ্যক কিন্তু আপনার ওয়েবসাইট সেট আপ 

আর ডোমেন হোস্টিং জন্য বছরে একটি নিদ্দিষ্ট্য পরিমান অর্থ ব্যয় করতে হয়ে । 

আর এখানে কথা হলো আপনার ব্যবসা শুরুতে কিন্তু তেমন বিনিয়োগ বা ব্যয় করা অর্থ নাও থাকতে পারে এ ক্ষেত্রে আপনি একটি প্রফেশনাল মানে 

ওয়েবসাই তৈরি করে নিতে না করলে ও একটি সুন্দর ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন । 

যা দিয়ে আপনি আপনার ব্যবসাটি প্রথম অবস্থায় কোন রকম চালিয়ে নিতে পারবেন । 

আপনার যদি ব্লগ সাইট বানানো দক্ষতা না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বা কোন ডিজাইনারকে হায়ার করে তা করিয়ে নিতে পারবেন। 

কারন এক্ষেত্রে আপনার ব্লগ সাইটটি ডিজাইন করা ছাড়া বাকি কোন খরচ হবে না । 

কারণ গুগুলে অনেক ব্লগ সাইট করেছে যেগুলো ফ্রিতে ব্যবহার দিয়ে রেখেছে গুগুল কতৃপক্ষ। 

তাই এ সব সাইট ব্যবহার করার জন্য আপনাকে কোন প্রকার ডোমেন বা হোস্টিং খরচ দিতে হবে না্।


ই-কমার্স ওয়েব সাইট ব্যবহার করে ব্যবসাঃ

ই-কমার্স সাইট ব্যবহার করে ব্যবসার করা খুব সুবিধাজনক একটি পদ্ধতি । 

ই-কমার্স ওয়েব সাইট মাধ্যমে আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে খুব সহজে পৌছে দেয়া যায় । 

ই- কমার্স সাইট মাধ্যমে ব্যবসা করা জন্য আপনাকে একটি ডোমেইন আর একটি হোস্টিং কিনে নিতে হবে । 

তার পর সাইটটি উকমার্স থিম ব্যবহার করে সাইট ডিজাইন করে নিতে হবে। 

তার পর সেখানে আপনার পণ্যের বিবরণ দাম ছবি দিয়ে পোষ্ট লিখে রাখলে ভিজিটর এসে তা  দেখতে পারবে । 

তারা তাদের পছন্দ পণ্য বাছাই করে তা সে সাইটে পেমেন্ট সিস্টেম দিয়ে মোবাইল ব্যাকিং মাধ্যমে দাম সহজে পরিশোধ করবে। 

আর সাইটে মালিক তা দেখে তাদের পাঠানো ঠিকানায় পন্যটি কোন কুরিয়া সার্ভিস মাধ্যমে তা পাঠানো ব্যবস্থা করবে।


Today, online and internet is a very lucrative medium for business.

A lot of profitable business can be done by using online properly. There are several ways to do this online business.

 Today I am going to discuss some easy ways to do online business in this article.

 You do not need any capital or expenses to do business online.

But you need to have a good idea about using the internet.

 And if you have a desktop or laptop, you can do business online.

Nowadays, many people are working with a multimedia mobile set or a good Android mobile set in addition to desktop or laptop.

But I will suggest you a desktop or

Because working with a laptop is a laptop, there are many features and benefits available online that do not support any mobile.

e-commerce website

 

Social media use:

An important way to do business online is to do business using social media.

We know social media as social media.

 Today the social media sites include Facebook, Twitter, Linging,

Sites like YouTube have accounts of billions of people in different countries of the world.

By using these sites we can move our business forward faster.

 Facebook / Facebook Page:

Today people in different countries of the world have taken their business one step further in a very simple way by using Facebook or Facebook page.

Hundreds of millions of people from all over the world flock to Facebook every day

 Many people are succeeding in business by using these people.

By opening a page on Facebook, it is possible to bring buyers very quickly by doing business through promotions by mentioning their product pictures and prices.

Twitter dot com

 People in the western world use Twitter more than Facebook.

Twitter is also a social networking site like Facebook which is used more by people in western countries.

Millions of people visit these sites every day where working people can take their business much faster.

YouTube.com

YouTube is a video sharing site. On this site people open their channel and stay with different video sites.

 Millions of visitors watch videos on this site every day.

Today, video sharing sites can also improve business by sharing videos on products.

Nowadays, the most popular establishments in the market are sites like YouTube which advertise or promote products more than paper magazines and television.

Because the promotion of television or newspaper products is a very expensive thing and not very effective.

So they review their products with big youtubers.

Which is less cost effective.

Advantages of social media:

In this age of business, social media is very important.

 Because the number of people using social media is constantly increasing in all countries of the world.

Nowadays, people spend almost half of their daily time on social networking sites.

Many people waste a lot of time on the communication site.

Which is a potential issue for a commodity trader. They can target these people for reviews on their products.

 And from there many people can buy products. Which will be advertised at a much lower cost or cheaper than other promotional mediums.

Business using blog site

You must have a website for your business but set up your website

And you have to spend a certain amount of money per year for domain hosting.

And here's the thing: start up your business but you may not have much money to invest or spend.

If you do not have a website, you can make a beautiful blog site.

With which you can run your business in the first place.

If you do not have the skills to create a blog site, you can contact us or hire a designer to get it done.

Because in this case there will be no cost other than designing your blog site.

Because Google has made many blog sites that are used for free by the Google authorities.

So you don't have to pay any domain or hosting cost to use all these sites.

Business using e-commerce web site

This is a very convenient way to do business using e-commerce sites.

With e-commerce web site, your business can easily reach millions of people.

To do business through e-commerce sites you need to buy a domain and a hosting.

Then you have to design the site using the ecommerce theme.

After that, if you write a post with your product description and price picture, the visitor will be able to come and see it.

They choose the product of their choice and pay the price easily through mobile backing with the payment system on that site.

And the owner of the site will see it and arrange to send the product to the address sent to them through some courier service.