প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইএফটি (EFT) নিবন্ধন ফরম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইএফটি (EFT) নিবন্ধন ফরম

ওয়ার্ড ফাইল পেতে এখানে ক্লিক করুন: 

Download file

 Click here

 

eft forum

 

পূরণকৃত ইএফটি ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে: 

১। শিক্ষকের নিয়ােগপত্রের ফটোকপি। 

২। NID এর টোকপি (মে নাম্বার দিয়ে পে ফিক্সেশন করা আছে)। 

। শিক্ষকের TIN সনদের (যদি পাকে) এর কপি। 

। স্পাউস (স্ত্রী) (যদি থাকে) এর NID এর ফটোকপি। 

৫। সন্তানের NID বা জন্মসনদ এন মটোকপি। 

(সন্তান যতন হবে ততজনের NID বা জন্ম সনদ এর ফটোকপি।

 সন্তান সংখ্যা বেশি হলে ফরমে নাে সংখ্যা হাতে কেটে বৃদ্ধি করা যাবে না আলাদা কাগ ব্যবহার করা যাবে) 

৫। শিক্ষকের প্রতিবন্ধী সন্তানের ID এর ফটোকপি (যদি থাকে)।

 ৬। ব্যাংক শাখার রাউটিং নাম্বার উল্লেখ পূর্বক ডিজিটাল (১৩ ডিজিট) হিসাব নম্বরের চেকের কাভার পৃষ্ঠার ফটোকপি। 

৭। হালনাগাদ জিপিএফ মাসিক কর্তন ও বর্তমান মােট জমার হিসাব। 

(একাউন্ট স্লিপের ফটোকপি সংযুক্ত করতে হবে)

৮। চলতি অর্থবছরের ইনক্রিমেন্ট এর ফটোকপি। 

৯। এছাড়াও ফরম পূরণ সম্পর্কিত অন্যান্য কাগজপত্র (যদি থাকে) ফরম পূরণ করতে যা কিছু জানতে হবে। 

ক। যেহেতু এসব তথ্য একটি সামগ্রিক সার্ভারে জমা দিতে হবে তাই জন্ম নিবন্ধন দাখিলের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের কপি দাখিল করতে হবে।

 খ। সকল তথ্য পর্যাপ্ত সময় নিয়ে সঠিকভাবে লিপিবদ্ধ করবেন এবং বারবার যাচাই করে নিবেন। 

ভুল তথ্য প্রদান করলে অনলাইনে ভুল এন্ট্রি হবে যা পরে ভােগান্তির কারণ হতে পারে। 

প। চাকুরীর শুরুতে বেতন স্কেল ও বর্তমান বেতন স্কেল। 

(নিয়োগপত্রে শুরু ও চলতি অর্থ বছরের ইনক্রিমেন্ট শীটে বর্তমান বেতন স্কেল ও মূল বেতন পাওয়া যাবে)। 

৩। চাকুরির শুরুতে যােগদানকৃত বিদ্যালয়ের নাম ও বর্তমান বিদ্যালয়ের নাম। 

চ। শিক্ষা সহায়তা ভাতার তপা। (সন্তানের বয়স সর্বনিম্ন ৫ হলে এবং সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত শিক্ষা সহায়তা ভাতা পাবে)

। যে ব্যাংক থেকে বেতন হয় সে ব্যাংকের নাম, ১৩ ডিজিটের হিসাব নং ও রাউটিং নাম্বার। (চেকে কাভার পৃষ্ঠায় নাম, হিসাব নম্বর ও রাউটিং নাম্বার আছে)। 

জ। জিপিএফ হিসাব নং, বহি নং, ভলিয়ন নং ও পাতা নং। (প্রতি বছর হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত জিপিএফ একাউন্ট স্লিপে পাওয়া যাবে)।

 এ। জিপিএফ মাসিক কর্তন ও বর্তমান মােট জমার পরিমাণ। (একাউন্ট স্লিপে পাওয়া যাবে) 

ট। জিপিএফ লােন সংক্রান্ত তথ্য। ( হিসাব রক্ষণ অফিস)। 

ঠ) অর্জিত ছুটি সংক্রান্ত তথ্য। (দুটি ভােগের আদেশের কপি যা নিজের কাছে সংরক্ষণ করতে হয়)

Post a Comment

[blogger]

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget