Guest Post

Write Post below

 
Please, Don't post Spam!, Spams are excluded Automatically.

Guidelines for guest posting

  1. লেখকদের করনীয়:- ১. সাইটে লেখক হিসেবে রেজিস্টার পর দৈনিক কিছু সময়ের জন্য সাইটে পাঠক হিসেবে সময় ব্যয় করা । ২. দৈনিক কম পক্ষে ১টি পোষ্ট তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ সাইট প্রোফাইলে যেমন- ফেসবুক , টুইটার , ব্লগ সাইট গুলোতে শেয়ার করা। এবং আপনার আয়ের সুবিধাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করা । ৩. লেখকের প্রেরিত লেখা সাইটে প্রকাশ করার পর তা জনপ্রিয়তা জন্য নিজ নিজ সামাজিক যোগাযোগ সাইট প্রোফাইলে শেয়ার করা। এতে সাইটি অতি দ্রুত উন্নতি সাথে সাথে আপনাদের আয়ের পরিমান ও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থ আয়ের উৎস: আমাদের অর্থ আয় উৎস যেহেতু সাইটে বিজ্ঞাপন প্রদর্শন হতে আসে সে জন্য সাইটে জনপ্রিয়তা আর ভিজিটদের বিজ্ঞাপন ওপর ক্লিক আপনাদের আয়কে আরো অনেক দূর নিয়ে যাবে বলে কতৃপক্ষ আশা করে।
  2. আমাদের কাছে যে যে বিষয় নিয়ে লিখতে পারবেন :- ১. অনলাইন হতে অর্থ আয় । ২. ইউটিউব । ৩. ব্লগা আর ব্লগিং হতে আয় । ৪. কোন ছোট গল্প। ৫.ছোট কাহিনী । ৬.সফটওয়্যার। ৭. দর্শনীয় স্থান (ভ্রমন)। ৮.ওয়েব ডিজাইন । ৯. ওয়েব ডেভেলপমেন্ট। ১০.এসইও ১১.ইন্টারনেট। ১২. ই-কর্মাস।
  3. প্রতি মাসে একজন লেখক কম পক্ষে ২টি করে লেখা পাঠাতে হবে । প্রথম অবস্থায় দৈনিক ২ টি করে বাংলায় বা ইংরেজিতে লেখা পাঠাতে পারবেন। যে কোন সময় (শুক্রবার ও শনিবার বন্ধ) লেখাতে কোন প্রকার কপিরাইট অভিযোগ থাকা যাবে না সম্পূর্ণ ইউনিক বা কপিরাইট মুক্ত হতে হবে ।লেখাটি অবশ্যই যেন আকর্ষনীয় একটি বিষয় সম্পর্কিত ছবি যুক্ত হতে হবে। কোন সাইট হতে সম্পূর্ণ কপি করে বা আংশিক অংশ কপি করে প্রেরন করা যাবে না। লেখাটি কমপক্ষে ৭০০-৮০০ শব্দের হতে হবে। প্রেরিত সকল প্রকার লেখা বা কন্টেন কতৃপক্ষ যাচাই বাছাই করে গ্রহণ করবেন। সকল প্রকার লেখা গ্রহণে কতৃপক্ষ কোন প্রকার কারো কাছে দায়বদ্ধ নয়। লেখাটি সাইটে প্রকাশ করার পর ‍চূড়ান্তভাবে নির্বাচিত বলে বিবেচিত হবে আর প্রতি লেখার বা কন্টেনের জন্য মূল্য বাবদ্দ ৫০টাকা করে লেখকের বিকাশ নাম্বারে সময় মত প্রেরন করা হবে। লেখা পাঠাতে হবে অবশ্যই ইনিকোড ফন্ট বা অনলাইন ভার্সনে যাতে লেখা সাইটে পোষ্ট করা যায়। লেখা পাঠানো সময় নিচে অবশ্যই লেখকের নাম তারিখ আর বিকাশ নাম্বার যুক্ত করে আমাদের ইমেইল ঠিকানায় প্রেরন করতে হবে। নিয়মিত লেখকদের জন্য তাদের দক্ষতা আর লেখা জনপ্রিয়তা উপর ভিক্তি করে প্রতি লেখা বা কন্টেনের মূল্য বৃদ্ধি করে ৫০-১০০টাকা পর্যন্ত করা হবে কিন্তু মূ্ল্য বৃদ্ধি বা কমানো একক ক্ষমতা সাইটে কতৃপক্ষের
  4. More info

Post a Comment

[blogger]

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget